• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ঘিওরে ১০৮ কেজি মোল্লা লবণ ধ্বংস, জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ মে ২০১৯  

মানিকগঞ্জ ঘিওর উপজেলার তরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১০৮ কেজি মোল্লা সল্ট লবণ ধ্বংস ও তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল ওই ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেন।

এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল জানান, তরা হাটবারে অভিযান চালিয়ে অনুমোদিত মোল্লা সল্ট লবণ প্রত্যাহারের বাধ্যবাধকতা লঙ্ঘন করায় মেসার্স আওলাদ স্টোর, মেসার্স পর্বত স্টোর এবং মেসার্স ভাই ভাই স্টোরকে দুই হাজার টাকা করে মোট ছয় হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ওই তিন ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোট ১০৮ কেজি লবণ জব্দ করে ধ্বংস করা হয়।

এ সময় উপস্থিত ভোক্তা, ব্যবসায়ী ও জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার আইন-২০০৯ বিষয়ক গণশুনানি করা হয় এবং লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। সেই সঙ্গে ব্যবসায়ীদের সকল প্রকার নকল, ভেজাল ও প্রতারণা বন্ধের আহ্বান জানানো হয়।