• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

‘কাজের স্বচ্ছতায় তথ্য অধিকার আইন প্রণয়ন’

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ মে ২০১৯  

প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে তথ্য অধিকার আইন প্রণয়ন করা হয়েছে। এ আইন সুশাসন প্রতিষ্ঠার পাশপাশি কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে।

তিনি বলেন, দেশে প্রচলিত ১১৯৮টি আইনের মধ্যে এটিই একমাত্র আইন যাতে জনগণ রাষ্ট্র ও প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের জবাব দিহিতায় বাধ্য করে।

 

মঙ্গলবার (২১ মে) সকালে গাজীপুর জেলা প্রশাসন মিলনায়তনে তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়ন বিষয়ক এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

গাজীপুরের ডিসি ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, তথ্য কমিশনের পরিচালক ডা. মো. আব্দুল হাকিম, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আমীর হোসেন রাহাত, মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মোহাম্মদ হানিফ, গাজীপুরের অ্যাডিশনাল এসপি মো. তোফাজ্জল হোসেন, এডিসি (সার্বিক) মো. আবু নাসার উদ্দিন, অধ্যক্ষ এম এ বারী, মুক্তিযোদ্ধা মো. মহর আলী, অ্যাডভোকেট আমজাদ হোসেন বাবুল প্রমুখ।