• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

নামের চক্করে পড়ে পরীক্ষা দেয়া হলো না ছয় পরীক্ষার্থীর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ মে ২০১৯  

গ্রামের নামের চক্করে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি ছয় পরীক্ষার্থী গতকাল শুক্রবার মানিকগঞ্জের নবগ্রামে এ ঘটনা ঘটে

পরীক্ষার্থীদের অভিযোগ, মানিকগঞ্জ জেলায় কমপক্ষে ৫-৬টি নবগ্রাম নামে জায়গার পরিচিতি রয়েছে কেন্দ্র খুঁজে না পাওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা দিতে পারেননি তারা

পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, মানিকগঞ্জ সদরে কমপক্ষে ২-৩টি নবগ্রাম নামে স্কুল রয়েছে এছাড়া মানিকগঞ্জ সদরের বাইরেও নবগ্রাম নামে আরো ৩-৪টি জায়গার নাম রয়েছে তাই প্রবেশপত্রে উল্লেখিত ঠিকানা চিনতে না পেরে ভুল ঠিকানায় সময় বিভ্রাটের কারণে এমনটি ঘটেছে সঠিক ঠিকানা খুঁজতে অনেক সময় অপচয় হয়েছে তবে পরীক্ষা শুরু হওয়ার অধাঘণ্টা আগে গেটে পৌঁছালেও পুলিশ কেন্দ্রের ভেতরে ঢুকতে দেয়নি

ঘিওর থানার এএসআই মো. সাজেদুর রহমান জানান, প্রবেশপত্রের ২নং নির্দেশ অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার একঘণ্টা আগে পরীক্ষার্থী তার আসন গ্রহণ না করায় কেন্দ্র ইনচার্জ তাদেরকে পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশের অনুমতি দেয়নি