• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ধামরাইয়ে ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাৎ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জুন ২০১৯  

ধামরাই সদর ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্যের বিরুদ্ধে ভুয়া প্রকল্পে ৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর ওই ইউপি চেয়ারম্যানের দিকেও। সংশ্লিষ্ট বিভিন্ন দফতরে এ ব্যাপারে অভিযোগ দায়েরের পরও আইনগত কোনো ব্যবস্থা গ্রহণ না করায় স্থানীয় অধিবাসীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। সরেজমিনে জানা গেছে, ঢাকা জেলার ধামরাই উপজেলার ধামরাই-ধানতারা পাকা সড়কের ডেমরান থেকে হাজী মো. তাইজুদ্দিন তাজুর জমি পর্যন্ত মাটির রাস্তা ৪০ দিনের কর্মসূচির আওতায় একটি ভুয়া প্রকল্প অনুমোদন করায় ১ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুর রহিম মিয়া। এ প্রকল্প থেকে শ্রমিকদের পারিশ্রমিকের ৪ লাখ ৯৬ হাজার টাকা এবং ড্রেসিংয়ের টাকাসহ ৫ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

এলাকাবাসী মূলত এ মাটির রাস্তাটি ইটভাটার যাতায়াতের জন্য নির্মাণ করেন ইটভাটা মালিক ও কেলিয়া গ্রামের বাসিন্দা নুর হোসেন নুরু মিয়া। এ রাস্তাটিই ধামরাই সদর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবদুর রহিম ৪০ দিনের কর্মসূচির আওতায় প্রকল্প দেখিয়ে ৫ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাৎ করেন। ব্যাপারে ওই ইউপি সদস্য মো. আবদুর রহিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিনের জ্ঞাতসারেই এ প্রকল্পটি দেখানো হয়েছে। তা না হলে কি এ প্রকল্পের নামে এ টাকা উত্তোলন করা সম্ভব হতো। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন নিজেকে এ ব্যাপারে নির্দোষ দাবি করেন। ইউপি সদস্য আবদুর রহমানের বিরুদ্ধে ভুয়া প্রকল্প দেখিয়ে ৫ লাখ ৩৮ হাজার টাকা উত্তোলনের কথা স্বীকার করে বলেন, এ রাস্তাটি ইটভাটা মালিক নির্মাণ করেছে। ওই ইউপি সদস্য ৬০ দিনের কর্মসূচির আওতায় ৫ লাখ ৩৮ হাজার টাকা আত্মসাৎ করেছে। এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।