• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঘুষ নিয়ে কনস্টেবলের চাকরি দেয়ার অভিযোগে আটক ২

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৯ জুন ২০১৯  

ধামরাইয়ে ঘুষ নিয়ে পুলিশ কনস্টেবলে চাকরি দেয়ার অভিযোগে এক পুলিশ সদস্যের ভাই নাজিম উদ্দিন নাজু ও তার ম্যানেজার রঞ্জনকে আটক করে ঢাকা উত্তরের ডিবি পুলিশ। অপর এক পুলিশ সদস্য চাকরি দেয়ার কথা বলে সজিব হাসান খানের কাছ থেকে দুই লাখ টাকা ঘুষ নেয়ায় সে গত বৃহস্পতিবার রাতে থানায় পুলিশ সদস্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।

জানা গেছে, ধামরাইয়ের সানোড়া গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে পুলিশ কনস্টেবল সুমন আহম্মেদ ঘুষ নিয়ে পুলিশে চাকরি দিয়ে আসছে বলে ডিবি পুলিশ গোপনভাবে জানতে পারে। আর ঘুষের দর রফা করেন সুমনের ভাই নাজিম উদ্দিন নাজু। এমন অভিযোগেই গত মঙ্গলবার নাজিম উদ্দিন নাজু (৫৩) ও তার ক্যাশিয়ার একই গ্রামের সুবল ঘোষের ছেলে রঞ্জন ঘোষকে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ আটক করে। তাদের দুইজনকে সাভারের ডিবি কার্যালয়ে তিনদিন আটক রেখে জিজ্ঞাসাবাদ করে ডিবি। কিন্তু তাদের কাছ থেকে কোনো তথ্য না পেয়ে পরে তাদের দুইজনকে ধামরাই থানায় গত বৃহস্পতিবার বিকালে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশ পরিদর্শক আবুল বাশার গতকাল শুক্রবার বলেন, ঘুষ নিয়ে পুলিশ কনস্টেবল পদে চাকরি দিয়ে আসছে সুমন আহম্মেদ নামের এক পুলিশ কনস্টেবল।