• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

সাভারে নিয়োগপ্রাপ্ত টিআরসিদের সংবর্ধনা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

সাভারের আশুলিয়ায় সাভার উপজেলা আওয়ামী লীগ এর আয়োজনে সাভার ও আশুলিয়ায় ৩০৯ জন নব নিয়োগপ্রাপ্ত ট্রিইনি রিক্রুট কন্সটেবলদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার (২ আগস্ট) আশুলিয়ার বাইপাইল এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগ এর যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, উন্নয়নের রুপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় এবার পুলিশে চাকরি নিতে কোনো প্রকার অতিরিক্ত টাকা লাগে নাই। তিন টাকা ম্যুল্যের আবেদন ফরম ও ব্যাংক ড্রাফট হিসেবে একশত টাকা এই মোট একশত তিন টাকায় পুলিশে চাকরি হয়েছে।

এসময় প্রধান অতিথি ডাঃ এনামুর রহমান নতুন নিয়োগপ্রাপ্ত ৩০৯ জন ট্রেইনি রিক্রুট কন্সটেবলদের উদ্দেশ্যে বলেন, আজ আপনারা যারা মাত্র একশত তিন টাকায় পুলিশের চাকরি পেয়েছেন, আপনার যখন ডিউটিতে যোগ দিবেন, আপনারা যেহেতু সৎ ভাবে নিয়োগ পেয়েছেন, আপনারাও সৎ ভাবে নিজেদের দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ (উত্তর) মোহাম্মদ সাইদুর রহমান, সাভার সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ রিজাউল হক দিপু।