• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

সাভারে শিকলে বাঁধা টিপু ২ বছর পর মুক্ত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২০  

সাভারে মানসিক ভারসাম্যহীন এক যুবককে প্রায় দুই বছর ধরে হাতে-পায়ে লোহার শিকল পরিয়ে রাখা হয়েছিলো। খবর পেয়ে এলাকার চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে মুক্ত করেন এবং তাকে তার মায়ের কাছে থাকার সুব্যবস্থা করেন।

শুক্রবার দুপুরে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের কুমারবাড়ি এলাকা থেকে শিকলবন্দি ওই যুবককে উদ্ধার করেন ইউপি চেয়ারম্যান  আতিকুর রহমান খাঁন শান্ত। 

উদ্ধার করা যুবকের নাম মোহম্মদ টিপু (২৬)। সে উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের কুমারবাড়ি এলাকার মহসিনের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কাউন্দিয়া ইউনিয়নের কুমারবাড়ি গ্রামে টিপু নামের ওই যুবককে পরিবারের অবহেলায় প্রায় দুই বছর ধরে হাতে-পায়ে লোহার শিকল পরিয়ে  একটি ভাঙা ঘরের ভিতর বেঁধে রাখে। খবর পেয়ে শুক্রবার জুমার নামাজ শেষে ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান খান শান্ত ছেলেটিকে উদ্ধার করেন। পরে নাপিত ডেকে ছেলেটির চুল কেটে সুন্দর করে নিজ হাতে গোসল করিয়ে খাবার খাইয়ে দেন এবং তার ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্ব নিয়ে সাধারণ জীবনে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রুতি দেন।

কাউন্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান খাঁন শান্ত বলেন, গত দুই বছর ধরে ছেলেটিকে একটি ঘরের ভিতরে শিকলবন্দি করে রাখা হয়েছে জানতে পেরে আমি লোকজন নিয়ে তাকে উদ্ধার করি। এ সময় তার সাথে কথা বলে স্বাভাবিক মনে হওয়ায় তার পায়ের শিকল খুলে দেয়ার ব্যবস্থা করি।