• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

মাটি ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২১  

টাঙ্গাইলের মির্জাপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অপরাধে নজরুল ইসলাম নামের এক মাটি ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বংশাই নদীর গোড়াই খামারপাড়া এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন।


উপজেলা ভূমি অফিস সূত্র জানায়, গোড়াই খামারপাড়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বংশাই নদীর পাড় কেটে মাটি বিক্রি করছেন। এ খবর পেয়ে রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ওই এলাকায় অভিযান চালান। এসময় মাটি ভর্তি কয়েকটি ড্রাম ট্রাক আটক করা হয়। পরে অবৈধভাবে মাটি বিক্রির অপরাধে নজরুল ইসলামের কাছ থেকে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান।