• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

সাড়ে ৫ হাজার সেট নতুন বই উধাও

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৯  

ঢাকার ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের গুদাম থেকে পাঁচ হাজার ৪১১ সেট নতুন সরকারি বইয়ের হদিস পাওয়া যাচ্ছে না ফলে ধামরাইয়ের ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা বছরের প্রথম দিন পায়নি সরকারি বই

বই না পেয়ে ওই সব স্কুলের প্রধান শিক্ষকরা গত ৩ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন পরে ইউএনও আবুল কালাম ওই দিনই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুনকে শোকজ করেছেন তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দিলেও গত বৃহস্পতিবার( ১৭ জানুয়ারি) পর্যন্ত ১৪ দিনেও শিক্ষা কর্মকর্তা শোকজের সঠিকভাবে কোনো জবাব দিতে পারেননি   

তবে নতুন চাহিদাপত্র দেওয়ার পর ৯ জানুয়ারি ঢাকা থেকে নতুন বই এনে ওই সব স্কুলে বিতরণ করা হয় জানা গেছে, দেশের সব উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রতিটি স্কুলে বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া সরকারের বিশেষ উদ্যোগ কিন্তু ধামরাই উপজেলার ১৭১টি সরকারি ও ১৩৭টি কিন্ডারগার্টেন স্কুলের চাহিদা অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য গত বছরের ১৮ নভেম্বর শিক্ষা অধিদপ্তর থেকে ৪৭ হাজার ৬৬৩ সেট নতুন বই ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃপক্ষ গ্রহণ করে তা গুদামে রাখে

চাহিদা অনুযায়ী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে গুদাম থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৪২ হাজার ২৫২ সেট নতুন বই বিতরণ করা হয় সরকারি বরাদ্দকৃত আরও পাঁচ হাজার ৪১১ সেট নতুন বই গোডাউনে রহস্যজনক কারণে না থাকায় ধামরাইয়ের ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীরা নতুন বই পায়নি পরে বই না পেয়ে ৩ জানুয়ারি ধামরাইয়ের ওদুদুর রহমান কিন্ডারগার্টেন, প্রতিভা শিশু একাডেমি, প্রতিভা বিকাশ, নবদিগন্ত, কুরঙ্গী আইডিয়াল, রুপা, সুয়াপুর প্রি-ক্যাডেট, ব্রাইট ফিউচার, শাপলা, ফাতেমা, ইন্টারসিটি মডেল, মরিয়ম শহিদুল্লাহ বিদ্যানিকেতন, ইখলাস ইসলামিক স্কুল, সহিম উদ্দিন প্রি-ক্যাডেট, আলম আইডিয়াল, আবদুল্লাহ আল হাসান প্রি-ক্যাডেট, আদর্শ ক্যাডেট একাডেমি, সাদিয়া জয়ন্তীসহ ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকরা নতুন বইয়ের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে গেলেও দেই-দিচ্ছি বলে ঘোরাতে থাকেন পরে বছরের তৃতীয় দিনও বই না পেয়ে প্রধান শিক্ষকরা ইউএনওর কাছে অভিযোগ করেন

ইউএনও আবুল কালাম ওই দিনই উপজেলা শিক্ষা অফিসের গুদামে সরকার থেকে বরাদ্দকৃত পাঁচ হাজার ৪১১ সেট নতুন বইয়ের কোনো হদিস না পেয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুনকে শোকজ করেন এবং তিন কার্যদিবসের মধ্যে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেন

এ ব্যাপারে ধামরাইয়ের সুয়াপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক শ্যাম সুন্দর বলেন, জুলাই মাসেই বইয়ের চাহিদাপত্র উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানোর পরও ১ জানুয়ারি আমরা নতুন বই পাইনি দেই-দিচ্ছি বলে ঘোরানোর পর ৩ জানুয়ারি ইউএনওর কাছে লিখিত অভিযোগ দিই এর ছয় দিন পর আমাদের নতুন বই দেন শিক্ষা কর্মকর্তা

এ ব্যাপারে ধামরাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন বলেন, যেসব কিন্ডারগার্টেন স্কুলে সময়মতো সরকারি নতুন বই পায়নি, তাদের কয়েক দিন পর ঢাকা থেকে এনে দেওয়া হয়েছে তবে গুদাম থেকে পাঁচ হাজার ৪১১ সেট নতুন বই না পাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি

এ ব্যাপারে ধামরাইয়ের ইউএনও আবুল কালাম বলেন, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ১৪ দিনেও গোডাউন থেকে উধাও হয়ে যাওয়া পাঁচ হাজার ৪১১ সেট নতুন বইয়ের কোনো হদিস দিতে পারেননি শিক্ষা কর্মকর্তা তিনি তার শোকজের সঠিকভাবে কোনো জবাবও দেননি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে