• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

জাবি থেকে অবসরে অধ্যাপক আনু মুহাম্মদ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ জুলাই ২০২২  

দীর্ঘ ৪০ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে গেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ। বৃহস্পতিবার এই বিশ্ববিদ্যালয় থেকে অবসর নেন তিনি। বুধবার তার শেষ কর্মদিবস ছিল।

অধ্যাপক আনু মুহাম্মদ ১৯৮২ সালে বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগে লেকচারার হিসেবে যোগ দেন। তিনি শিক্ষকতার পাশাপাশি বিশ্বব্যাপী শোষণ, বৈষম্য, নিপীড়ন ও আধিপত্য বিরোধী তত্ত্বচর্চা ও লড়াইয়ে সক্রিয় অংশ নেন।

দেশের প্রাকৃতিক সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠার আন্দোলনসহ যেকোনো নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করছেন তিনি। এছাড়া যেকোনো যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকেন তিনি। শিক্ষকতা জীবনে রাষ্ট্র, সমাজ জীবন নিয়ে লিখেছেন ছোট বড় ৩৩টি বই।

পুরো নাম আনু মুহাম্মদ আনিসুর রহমান হলেও তিনি অধ্যাপক আনু মুহাম্মদ নামেই বেশি পরিচিত। তিনি ১৯৫৬ সালের ২২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন।