• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

উচ্চতর পর্ষদ কমিটি থেকে সভাপতির পদত্যাগ: জাবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের উচ্চতর পর্ষদ কমিটির সভাপতি অধ্যাপক ফরিদ আহমেদ পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর বৃহস্পতিবার দেওয়া পদত্যাগপত্রে তিনি বিভাগের সভাপতি অধ্যাপক এ এস এম আনোয়ারুল্লাহ ভূইয়া কর্তৃক অপেশাদার আচরণের অভিযোগ এনেছেন।

পদত্যাগপত্রে অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, অত্যন্ত মর্মাহত হয়ে আপনাকে অবগত করছি যে, এ এস এম অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূইয়া, সভাপতি দর্শন বিভাগ, একাধিকবার অপেশাদার ও অগ্রহণযোগ্য আচরণ করেছেন।

যেমন: (১) তিনি বিভাগের পিএইচডি সেমিনার নিজের ইচ্ছামতো কাউকে অবহিত না করে একাধিকবার তারিখ পরিবর্তন করেছেন, এবং নোটিশ প্রেরণ স্থগিত রেখেছেন। ফলে সংশ্লিষ্ট শিক্ষকগণ উপস্থিত হয়ে নির্ধারিত দায়িত্ব পালন করতে না পেরে বিব্রত হয়েছেন। (২) সেমিনারের তারিখ নির্ধারণেও চাপ প্রয়োগ করেছেন। এমতবস্থায় দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না বিধায় বিভাগের উচ্চতর পর্ষদ কমিটির সভাপতির পদ থেকে পদত্যাগ করছেন বলে জানান অধ্যাপক ফরিদ আহমেদ।