• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

বৃক্ষরোপণ কর্মসূচির শুরু জাবিতে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৩  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিভিন্ন ধরনের ফলের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) সমাজবিজ্ঞান অনুষদ পার্শ্বে ওই বৃক্ষরোপণ কর্মসূচী শুরু হয়। 

সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক বশির আহমেদ ওই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এসময় অধ্যাপক বশির আহমেদ বলেন, পরিবেশ সংরক্ষণে সকলের অংশগ্রহণ প্রয়োজন। 

আজকের এ ধরনের কর্মসূচীর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে। ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষায় সকলকে যত্নশীল হতে হবে। এসময় ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনের পরিচালক অধ্যাপক ড. কে এম জাহিদুল ইসলাম বলেন, সমাজবিজ্ঞান অনুষদের পশ্চিম পার্শ্বে লিচু, জলপাই, জামরুল, থাই পেয়ারা, থাই তেতুল, বেল, গোলাপ জাম এবং কালো জামসহ বিভিন্ন ধরনের ফলের চারা রোপণ করা হয়েছে। ভবিষ্যতে আরো নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইবিএ-জেইউ এর অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক পলাশ সাহা, রাতুল কুমার সাহা, মো. বদরুল আলম এবং আইবিএ-জেইউ এর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।