• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ধানমণ্ডির কার্যালয়ে মার্কিন পর্যবেক্ষক দল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন প্রতিনিধিদল ক্ষমতাসীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছে। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে প্রতিনিধিদলের তিন সদস্য ধানমণ্ডি কার্যালয়ে যান।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খান এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খানের নেতৃত্বে কয়েকজন কেন্দ্রীয় নেতা তাদের স্বাগত জানান।

প্রতিনিধিদলে রয়েছেন ইউএস ইনস্টিটিউট ফর পিসের (ইউএসআইপি) প্রতিনিধি জেফরি ম্যাগডোনাল্ড, ডেন মার্কি এবং ইশা গুপ্তা। এ ছাড়া আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. ইনাম আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।

এর আগে গত সোমবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে পর্যবেক্ষক দলের বৈঠক হয়। দুপুর সাড়ে ১২টায় শুরু হওয়া বৈঠক চলে দুপুর আড়াইটা পর্যন্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনপূর্ব পরিস্থিতি যাচাই করতে গত শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সাত সদস্যের মার্কিন পর্যবেক্ষক দল ঢাকায় আসে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে প্রাক-নির্বাচন সমীক্ষা মিশন পরিচালনা করছে।