• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

সাভারে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে মিছিল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৩  

সাভারের আশুলিয়ায় ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসুল্লিরা। বিক্ষোভে হাজার হাজার সাধারণ মানুষের ঢল নামে। বিক্ষোভ সমাবেশ থেকে ইসরাইলের পণ্য বর্জনেরও আহ্বান জানান বক্তারা।

শুক্রবার (১৩ অক্টোবর)  তৌহিদি জনতার ব্যানারে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন মসজিদ থেকে খন্ডখন্ড মিছিল নিয়ে বাইপাইল ত্রিমোড়ে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বাইপাইল বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে মহাসড়কের ওপর পিক-আপ ভ্যানে অস্থায়ী মঞ্চে মসজিদের খতিব ও ইমামগণ বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য রাখেন, কাজী হাবিবুর রহমান, মুফতি শাহরিয়ার হোসেন, আলমগীর হোসেন, মুহাম্মদ উল্লা হাফেজি, মুফতি মাহমুদুল কবির, মুফতি ইলিয়াস হোসেন, মাওলানা ইসমাইল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাই ও বোনেরা রক্তে রঞ্জিত হচ্ছেন। আমাদের মুসলমানদের ব্যথায় ব্যথিত হয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা সকলেই জানি ফিলিস্তিনের মুসলমানরা আজ মজলুম। দখলদার ইহুদি সম্রাজ্য অন্যায়ভাবে অবিচার করে চলেছে। আমরা মুসলমান হয়ে ঘরে বসে থাকতে পারি না। 

ফিলিস্তিনের নিরীহ মানুষের ওপর ইসরায়েলের আগ্রাসন ও নৃশংস হত্যার বিরুদ্ধে সারা বিশ্বের মুসলমানদের রুখে দাঁড়াতে হবে। ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে। পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে অত্যাচারী দখলদার এই রাস্ট্র কে। এ সময় ইসরায়েলের আগ্রাসন থেকে নির্যাতিত ফিলিস্তিনিদের মুক্তির জন্য দোয়া করে শেষ হয় ঘণ্টাব্যাপি এই বিক্ষোভ সমাবেশ।