• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন আজ জাবিতে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন প্রায় আট বছর পর আজ সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই নির্বাচন। 

সিনেটে শিক্ষক প্রতিনিধির ৩৩টি পদে নির্বাচনের জন্য ৬৮ জন প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হাসান।জানা গেছে, নির্বাচনে উপাচার্যপন্থী হিসেবে পরিচিত ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ’ ও উপাচার্যবিরোধী হিসেবে পরিচিত ‘শিক্ষক ঐক্য পরিষদের’ ব্যানারে দুটি সংগঠন প্রতিদ্বন্দ্বিতা করছে। এর বাইরে আরো দুই বিভাগের দুই শিক্ষক স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন। 

শিক্ষক ঐক্য পরিষদ হলো ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক’ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সম্মিলিত ব্যানার। নির্বাচন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষক ঐক্য পরিষদের প্রার্থীরা বলেছেন, উপাচার্য বিভিন্ন ক্ষেত্রে চরম উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে যাচ্ছেন।

তাই বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন আনতে তাঁরা নির্বাচনে ৩৩ জন শিক্ষকের প্যানেল ঘোষণা করেন। এদিকে অপর সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নের ধারা ত্বরান্বিত করতে ১৪টি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। তাঁরা বলেন, বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে তাঁদের ৩৩ জন শিক্ষক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।