• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

নির্মাণাধীন ভবনে মিললো নারীর মরদেহ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩  

মানিকগঞ্জ সদরে নির্মাণাধীন একটি ভবনের মেঝে খুঁড়ে নারীর অর্ধগলিত মরদেহ পাওয়া গেছে। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা মরদেহটির সন্ধান পান। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পশ্চিম শানবান্ধা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে ওই নারীর পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ। তার বয়স আনুমানিক ২৫-৩০ বছর।

স্থানীয় সূত্র জানায়, পশ্চিম শানবান্ধা গ্রামের বাবুল মিয়ার একতলার নির্মাণাধীন বাড়িটি দীর্ঘদিন পরিত্যক্ত পড়ে আছে। ভবনের দরজা জানালা লাগানো হয়নি। মঙ্গলবার বিকেলে প্রতিবেশী আবদুস সালাম ওই ভবনের পাশ দিয়ে নিজের বাড়িতে যাওয়ার সময় দুর্গন্ধ পান। এরপর সালামসহ স্থানীয় লোকজন ওই ভবনের একটি কক্ষ থেকে দুর্গন্ধ বের হচ্ছে বলে ধারণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য শামসুল হক বলেন, ভবনের ভেতরে ঢুকে পশ্চিম-উত্তর পাশের একটি কক্ষের মাটি থেকে দুর্গন্ধ পান স্থানীয়রা। মেঝের মাটি সরালে ওই নারীর বাম হাতের কবজি দেখা যায়। বিষয়টি পুলিশকে জানানো হয়। চার ঘণ্টা চেষ্টার পর মাটি খুঁড়ে ওই নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। শামসুল হক আরও বলেন, ওই বাড়ি ও নির্মাণাধীন ভবনটির মালিক বাবুল মিয়া। কেউ না থাকায় বাড়িটি পরিত্যক্ত অবস্থায় আছে। বাবুল কোথায় থাকেন তা এলাকাবাসী নিশ্চিত নন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, উদ্ধারের সময় অর্ধগলিত মরদেহের গায়ে কোনো জামাকাপড় ছিল না। এক অথবা একাধিক ব্যক্তি ওই নারীকে ধর্ষণের পর হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।