• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ইউনিয়ন পরিষদে চুরি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৩  

চট্টগ্রামের বোয়ালখালীতে পাহারায় থাকা কুকুরকে হত্যা করে ইউনিয়ন পরিষদ ভবনে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিনগত রাতে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটেছে। পরিষদ ভবনের দরজা ভেঙে ৪টি কম্পিউটারসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরেরদল। বুধবার সকালে পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা পরিষদে গেলে এ ঘটনা জানতে পারেন। এছাড়া পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি তছনছ করা হয়েছে বলে জানিয়েছেন পরিষদের সচিব মো. রহমতুল্লাহ।

তিনি বলেন, বুধবার সকালে দেখতে পাই আমার কক্ষের সব জিনিসপত্র ও নথি এলোমেলো। ডেস্কটপ কম্পিউটারের মনিটর ও ২টি সিপিইউ নেই। চোরেরদল সচিবের কক্ষের পেছনের দরজা ভেঙে ঢুকেছে। তারা ডেস্কটপের সিপিইউ খুলে ভেতরের যন্ত্রাংশ নিয়ে খোলস এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি পরিষদের বাইরে ফেলে গেছে। এছাড়া উদ্যোক্তার কক্ষের সামনের দরজা ভেঙে মালামাল তছনছ করে ফেলেছে। ওই কক্ষের দুটি ল্যাপটপও নেই।

রহমতুল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদের একটি পালিত কুকুর ছিল। খুব সম্ভবত চোরের দল আসার পর চিৎকার করায় সেটিকেও পিটিয়ে হত্যা করা হয়েছে। কুকুরটির রক্তে পরিষদের মেঝে ভেসে গেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এবং থানায় জানানো হয়েছে। বোয়ালখালী থানার উপ-পরিদর্শক মো. রিযাউল জব্বার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ নিয়ে পরিষদের পাহারাদারকে ডাকা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা করা হবে।