• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, ক্লিনিক ভাঙচুর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯  

গুড়ার শেরপুরের মালেকা নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় সোমবার রাতে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই ওই ক্লিনিকের ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে গেছে।

হুমায়ারা সিরাজগঞ্জের রায়গঞ্জের নলকার হারুনুর রশিদের মেয়ে। সে কায়েমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে পড়তো। 
হুমায়ারার বাবার অভিযোগ সে টনসিলে ভুগছিল। সোমবার চিকিৎসকের পরামর্শে টনসিল অপারেশন করার জন্য সকালে তাকে ওই ক্লিনিকে ভর্তি করা হয়। বিকেল ৩ টায় ডাক্তার সাইদুজ্জামান তার টনসিল অপারেশন করেন। 

রোগীর স্বজনদের জানানো হয় রোগী সুস্থ আছে । তখন অপারেশনের চুক্তিকৃত সাড়ে ১১হাজার টাকা ক্লিনিক মালিকেরা আদায় করে নেয়। রাতেও অপারেশন থিয়েটার থেকে শিশুকে বের করা না হলে স্বজনদের সন্দেহ হয়। 

পরে হুমায়ারাকে তার স্বজনরা সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে গেলে সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনার পর নিহতের স্বজনরা ক্লিনিক ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিস্থিতি শান্ত করে।

ওসি এসএম বদিউজ্জামান বলেন, শিশুর পরিবার মামলা দিলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কিছু প্রভাবশালী ঘটনাটিকে চাপা দিতে ও ভুল অপারেশনকারী চিকিৎসক এবং অন্যদের বাঁচাতে তদবির করছিলেন।