• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আসামিপক্ষের আইনজীবীকে বহিষ্কার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯  

ফেনীর সোনাগাজীতে মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলায় আসামি পক্ষের আইনজীবীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।

অ্যাডভোকেট কাজী বুলবুল আহাম্মদ সোহাগ কাজিরবাগ ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি করিম উল্যাহ জানান, সংগঠন বিরোধী কার্যকলাপ ও নুসরাত জাহান রাফির খুনিদের আইনি সহায়তা দেয়ায় তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এরইমধ্যে অ্যাডভোকেট বুলবুলকে সিদ্ধান্ত জানানো হয়েছে।

৬ এপ্রিল মাদরাসার পাশের ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাত জাহান রাফির শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার চেষ্টা করে একদল মুখোশধারী। এ ঘটনায় মাদরাসার অধ্যক্ষকে প্রধান আসামি করে মামলা করেন নুসরাতের ভাই। পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান রাফি।