• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

বৃষ্টির পানিতে ভেসে এল ২০ কেজির বোয়াল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ মে ২০১৯  

চট্টগ্রামের হাটহাজারীতে শনিবার সকালে ২০ কেজি ওজনের একটি বোয়াল ধরা পড়েছে এক সৌখিন মাছ শিকারীর পলোতে।

ওই ব্যক্তির নাম মো. কামাল হোসেন। তিনি উপজেলার সহয্যাপাড়ার ছেলে।

কামাল হোসেন জানান, কয়েক দিনের তীব্র গরমের পর শনিবারের বৃষ্টি স্বস্তি এনে দেয় সবার মাঝে। মুষলধারে বৃষ্টি নামায় কিছুক্ষণের মধ্যেই তলিয়ে যায় বেশীরভাগ সড়ক, মাঠ, খালবিল। ওই সময় স্থানীয়দের অনেকেই জাল ও পলো নিয়ে মাছ ধরতে নামেন।

কামাল উদ্দিন বলেন, ২০ কেজি ওজনের বোয়াল মাছটি বাড়িতে আনার পর স্থানীয়রা দেখতে ভিড় করেন। পরে মাছটি কেটে আত্মীয়-স্বজনসহ সবাই মিলে ভাগ করে নিয়েছি।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম জানান, এখন মাছের প্রজনন মৌসুম। বৃষ্টি বা বজ্রপাত হলে মা মাছগুলো ডিম ছাড়ার জন্য খালবিলে স্রোতের বিপরীতে যায়। এতে মাছ ধরার সুযোগ বেড়ে যায়।