• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

কথা ছিল একসঙ্গে নার্স হবেন, হলেন লাশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ জুন ২০১৯  

সানজিদা-ইভা। এভাবেই মানায় নামদুটি। একসঙ্গে চলে-ফেরে। একসঙ্গে পড়ে-লেখে। স্বপ্নও দেখতো একইসঙ্গে। একই পথে। যাকে বলে মানিকজোড়। সহপাঠীরা সবাই জানতো সেই গল্প। কেউ কেউ হয়তো ঈর্ষাও করতো। কিন্তু এমন করুণ পরিণতি কি কেউ ভুলেও চেয়েছিল? নিশ্চয় না। তবুও ঘটে গেল। ট্রেনের বগিতে আটকে গেল তাদের একসঙ্গে নার্স হওয়ার স্বপ্ন। সব চাওয়া ছাপিয়ে একসঙ্গে মৃত্যুটাই হয়ে উঠলো চরম সত্য।  

নার্সিংয়ের উচ্চতর একটি প্রশিক্ষণ নিতে রোববার রাত ১০টায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশে রওনা দেন দুইজন।  বসেছিলেন পাশাপাশি সিটে। মৌলভীবাজারের কুলাউড়ার বরমচালে যখন ট্রেন পৌঁছে তখন রাত প্রায় পৌনে ১২টা।  বরমচাল রেলওয়ে স্টেশন পাড়ি দিয়ে প্রায় ২০০ গজ সামনে যেতেই ইসলামাবাদ গ্রামের বড়ছড়া রেলওয়ে ব্রিজে ওঠার আগেই ব্রিজ ভেঙে বিকট শব্দে ট্রেনটির পেছনের তিনটি বগি ছিটকে পড়ে যায় খালে। আরো তিনটি বগি দুমড়েমুচড়ে রেলসড়কের পাশেই পড়ে যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের পেছনের বগিতে অগ্নিস্ফুলিঙ্গ আর ধোঁয়ার কুণ্ডলী। চরম ক্ষতিগ্রস্ত হয় ছয়টি বগি। এই ছয়টি বগি পড়ে যাওয়ার পর সামনের ১১টি বগিই ওই দুর্ঘটনার স্থল থেকে প্রায় আধা কিলোমিটার যাওয়ার পর থেমে যায়। সেই সঙ্গে থেমে যায় ফাহমিদা ও সানজিদার স্বপ্ন।

তাদের মৃত্যুর সংবাদে শোকের ছায়া নেমে এসেছে সিলেট নার্সিং কলেজ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্তব্ধ হয়ে পড়েছেন শিক্ষকসহ তাদের সহপাঠীরা।