• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

২০২২ সালের মধ্যে কেমিক্যাল কারখানা সরবে সিরাজদিখানে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জুন ২০১৯  

২০২২ সালের জুনের মধ্যে কেমিক্যাল কারখানা ধলেশ্বরী নদীর তীরে সিরাজদিখানে সরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। বুধবার (২৬ জুন) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সকলের দাবি ছিল কেমিক্যাল কারখানাগুলো ঢাকা শহরের আবাসিক এলাকা থেকে বাইরে স্থানান্তর করা, কেমিক্যাল গোডাউন স্থানান্তর করা। আমরা শিল্প মন্ত্রণালয়ের প্রতিবেদন থেকে জানতে পেরেছি, সিরাজদিখান উপজেলায় ৩১০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে। সেখানে এক হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে। ২ হাজার ১৫৪টি প্লট দেওয়া হবে, যেটা ২০২২ সালের জুনের মধ্যে সমাপ্ত হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সব কেমিক্যাল কারখানার মালিকরা তাদের শিল্প কারখানা নিয়ে সেখানে স্থানান্তর হবেন। পুরোনো ঢাকায় আমাদের এতদিনে সরকারের যে প্রতিশ্রুতি ছিল, নিমতলীর ঘটনার পর থেকে সেটা আমরা বাস্তবায়িত করছি।’

এনামুর রহমান বলেন, ‘জুন ২০২২ সালের মধ্যে (কেমিক্যাল কারখানা) স্থানান্তর করা হবে। যেটা হবে ধলেশ্বরী নদীর পাড়ে। সেখানে দুটি জেটি থাকবে, সিইটিপি থাকবে। চারদিকে সবুজ বেষ্টনী থাকবে।’