• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

বন্ধ হলো পদ্মা সেতুর পাইলিংয়ের হ্যামার

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৫ জুলাই ২০১৯  

দীর্ঘদিন কাজ করার পর রোববার রাতে পদ্মা সেতুতে পাইলিংয়ের হ্যামার বন্ধ হয়েছে। সেতুর ২৬ নম্বর পিলারের ৭ নম্বর পাইলটি স্থাপনের মধ্য দিয়ে এ কাজের সমাপ্তি ঘটে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের বলেন, সাড়ে তিন বছর ধরে রাতেও হ্যামারের শব্দ শুনতো দূর গ্রামের মানুষ। সেই হ্যামারের শব্দ আর শোনা যাবে না। তবে বড় চ্যালেঞ্জের কাজটি যে সম্পন্ন হয়েছে, এটিই অনেক ভালো লাগার। সেতুর পিলারের পাইল স্থাপনের কর্মযজ্ঞটি ছিল নানা চ্যালেঞ্জে ভরা। উত্তাল পদ্মাকে জয় করার এই প্রচেষ্টা এখন সাফল্যে রূপ নিয়েছে। এখন বাকি কাজও আমরা সফলভাবে শেষ করতে পারব।

এর আগে ২০১৫ সালের ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল সেতুর নির্মাণকাজ উদ্বোধন করেন। এরপর থেকে পাইল বসানোর কাজ শুরু হয়। নানা জটিলতার মধ্যে তাদের কাজ করতে হয়েছে। পদ্মা নদীর মাটির বৈচিত্র্যতার কারণে পাইলের নকশায় পরিবর্তন আনতে হয়েছে।

এরই মধ্যে মূল সেতুর ৮১ শতাংশ কাজ শেষ হয়েছে। নদীশাসন কাজের অগ্রগতি ৫৯ শতাংশ, প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭১ শতাংশ। সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩০টি পিলারের কাজ শেষ হয়েছে। পাইলগুলো বসানোর কাজ শেষ হওয়ায় এ বছরের মধ্যে সব পিলারের নির্মাণকাজ শেষ করার চেষ্টা করা হবে। একই সঙ্গে স্প্যান বসানোর কাজও চলবে।