• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ডেঙ্গুতে প্যানিক হওয়ার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, এতে প্যানিক হওয়ার কিছু নেই।

শনিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থা দেখতে গিয়ে এ দাবি করেন তিনি।

মন্ত্রী বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। ৫০ লাখ ডেঙ্গু সনাক্তের কিট আমদানির অর্ডার দেয়া হয়েছে। এরই মধ্যে ২ লাখ চলে এসেছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু রোগ টেস্ট করার রিএজেন্ট ও কিটের অভাব হবে না। এরইমধ্যে ওষুধ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

ডেঙ্গু রোগে নিহতদের সংখ্যায় গড়মিল নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, ১৪ জন মারা গেছেন। আরো দুই একজন বাড়তে পারে। তবে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬-১৭শ’ বলে জানান তিনি। 

সারাদেশের হালনাগাদ তথ্য নিয়ে, ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়ার রোগীর সংখ্যা জানানোর কথাও বলেন স্বাস্থ্যমন্ত্রী।