• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

পরিচ্ছন্নতা অভিযানে ডিএমপির ৫০ হাজার পুলিশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ আগস্ট ২০১৯  

ডেঙ্গুর প্রকোপ শেষ না হওয়া পর্যন্ত পরিচ্ছন্নতা অভিযান চলবে। এ জন্য রাজধানীতে ৫০ হাজার পুলিশ সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে ‘ডেঙ্গু প্রতিরোধী পরিষ্কার-পরিচ্ছন্নতা’ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। এদিন সকাল ৭টা থেকে সব জায়গায় এ কার্যক্রম শুরু হয়েছে। ডিএমপির ৫০ হাজার সদস্যকে এ কার্যক্রমে অংশ নিতে বলা হয়েছে।

কমিশনার বলেন, পুলিশ লাইনস এলাকায় এডিস মশার লার্ভা পেয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ জন্য ডিএমপির সব ইউনিটকে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, শুধু সরকারের স্বাস্থ্য বিভাগ একা মশা নিয়ন্ত্রণ করতে পারবে না। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি নিজের আঙ্গিনা পরিষ্কার করতে হবে।

অনুষ্ঠানের শেষে ডিএমপি পরিবারের সন্তানদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে শিক্ষাবৃত্তি প্রদান করেন আছাদুজ্জামান মিয়া।