• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

মাদকের টাকার জন্য বাবা-মাকে পেটাল ছেলে

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০  

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর ও বাড়ির মালামাল ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতের ওই ঘটনায় অভিযুক্ত ছেলেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত আবদুল কুদ্দুর জনি পীরগঞ্জ পৌর শহরের রঘুনাথপুরের মো. ফজলুর ছেলে।

পীরগঞ্জের ইউএনও মো. রেজাউল করিম জানান, বন্ধুদের সঙ্গে মিশতে গিয়ে মাদকের সঙ্গে জড়িয়ে পড়েন জনি। বাবা-মা অনেক চেষ্টা করেও তাকে শোধরাতে পারেননি। বৃহস্পতিবার সন্ধ্যায় মাদকের টাকার জন্য জনি তার মা কুলসুম ও বাবা ফজলুকে মারধর করেন এবং বাড়ির মালামাল ভাঙচুর করেন।

ইউএনও আরো জানান, স্থানীয় মানবাধিকার কর্মী রিপার মাধ্যমে অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জনিকে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি প্রদীপ কুমার রায় জানান, ভ্রাম্যমাণ আদালত সাজা দেয়ার পর মাদকাসক্ত জনিকে কারাগারে পাঠানো হয়েছে।