• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

পঞ্চগড়ে নদীতে মিলল মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টারশেল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২০  

পঞ্চগড়ের চাওয়াই নদীতে মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুরে সদর উপজেলার অমরখানা এলাকায় চাওয়াই নদীতে খননের সময় শেলটি দেখতে পেয়ে বিজিবিকে জানায় স্থানীয়রা। পরে অমরখানা বিজিবি ক্যাম্প থেকে খবর পেয়ে শেলটি উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, চাওয়াই নদী থেকে বালু তোলার সময় শেলটি পানিতে ভেসে ওঠে।

সদর থানার ওসি ভবেশ চন্দ্র রায় জানান, মর্টারশেলটি নিষ্ক্রিয় কি না বলা যাচ্ছে না। বম্ব স্কোয়াডকে জানানো হয়েছে। তারা এলেই বোঝা যাবে।

ওসি আরো জানান, অমরখানা এলাকা পাকসেনাদের শক্ত ঘাঁটি ছিল। চাওয়াই নদীর ওপার থেকে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাকসেনাদের বারবার সম্মুখযুদ্ধ হয়। ধারনা করা হচ্ছে, মর্টারশেলটি ওই সময় ব্যবহার করা হয়েছে।