• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

জাতীয় ঘুড়ি উৎসব ১ ও ২ ফেব্রুয়ারি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯  

বাঙালি সংস্কৃতির আবেগময় ঐতিহ্য ঘুড়ির হারানো গৌরব ফিরিয়ে আনতে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে জাতীয় ঘুড়ি উৎসব। বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন এই উৎসবের আয়োজন করেছে।

শনিবার (২৬ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ঘুড়ি উৎসবের বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, বাঙালি সংস্কৃতির আবেগময় ঐতিহ্যের হারানো গৌরব ফিরিয়ে আনতে এবং বিশ্বের আধুনিক বর্ণিল আবেদন আমাদের দেশে ছড়িয়ে দিতে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন বেশ কয়েক বছর যাবত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঘুড়ি আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু বর্তমান জীবনের জটিলতায় আমাদের সংস্কৃতির অনেক কিছুর মতোই ঘুড়িকে আমরা ভুলতে বসেছি।

আয়োজকরা বলেন, সারা দেশে ঘুড়ি বিষয়ক সাংগঠনিক কার্যক্রমে উৎসাহীদের সংগঠিত করার চেষ্টার পাশাপাশি জাতীয়ভাবে ঘুড়ি ঐতিহ্যের প্রসার এবং আধুনিক ধারায় বিকশিত করে বিশ্বের দরবারে আমাদের ঘুড়ি সংস্কৃতিকে তুলে ধরাই বাংলাদেশ ঘুড়ি ফাউন্ডেশনের লক্ষ্য। তারই অংশ হিসেবে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশন আগামী ১ ও ২ ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতে জাতীয় ঘুড়ি উৎসবের আয়োজন করেছে।

তারা আরও বলেন, কক্সবাজারে পরিবেশ সংরক্ষণের জন্য ঘুড়ি ফেডারেশন, বাপা ও গ্রীণ ভয়েজের যৌথ উদ্যোগে 'চাই নির্মল সৈকত ও সমুদ্রের কক্সবাজার' শিরোনামে একটি গোল টেবিল বৈঠকও করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ঘুড়ি ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহজাহান মৃধা বেনসহ ঘুড়ি প্রেমীরা উপস্থিত ছিলেন।