• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

রাজীবের পরিবারকে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৯  

দুই বাসের চাপায় হাত হারানোর পর মারা যাওয়া তিতুমীর কলেজের ছাত্র রাজীবের দুই ভাইকে এক মাসের মধ্যে ১০ লাখ টাকা দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী ১৭ নভেম্বর এ বিষয়ে লিভ টু আপিলের শুনানির দিন ধার্য করেছেন আদালত।

রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির একটি বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে নিহত রাজীবের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং স্বজন পরিবহনের পক্ষে শুনানি করেন আইনজীবী শফিকুল ইসলাম বাবুল।

গত ১৮ জুলাই চেম্বার জজ বিচারপতি মো. নুরুজ্জামান ২৫ লাখ করে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার হাইকোর্টের রায় স্থগিত না করে নিয়মিত শুনানির জন্য পাঠিয়ে দেন। একইসঙ্গে ১৩ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। এরই ধারাবাহিকতায় রোববার মামলাটির শুনানি হয়।

এর আগে, গত ২৩ জুন বিআরটিসি ও স্বজন পরিবহন কর্তৃপক্ষকে দুই মাসের রাজীবের দুই ভাইকে ২৫ লাখ করে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত বছরের ৩ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিআরটিসি ও স্বজন পরিবহনের দুই বাসের রেষারেষিতে হাত হারান রাজীব। দুই বাসের চাপায় তার ডান হাত কনুইয়ের ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ১৩ দিন চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ এপ্রিল মধ্যরাতে রাজীব মারা যান।