• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

নুসরাত হত্যা: আদালত প্রাঙ্গণের এক্সক্লুসিভ কিছু ছবি

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০১৯  

আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলায় ১৬ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ এ রায় ঘোষণা করেন।

রায় শুনে আদালতের কাঠগড়ায় দণ্ডপ্রাপ্তরা উচ্চস্বরে কাঁদতে কাঁদতে বলেন- তারা নির্দোষ, তাদেরকে ফাঁসানো হয়েছে, তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

রায় ঘোষণার পর পুলিশ পাহারায় কারাগারে নিয়ে যাওয়া হয় আসামিদের। কাঠগড়া থেকে পুলিশ ভ্যানে ওঠা পর্যন্ত উচ্চস্বরে চেঁমামেচি করতে দেখা যায় তাদের।

রায়ের খবর জানাজানি হলে আদালত চত্বরে উপস্থিত আসামিদের স্বজনরা চিৎকার করে কাঁদতে থাকেন। এসময় অনেককে মাটিতে গড়াগড়ি দিয়ে দণ্ডাদেশপ্রাপ্তদের নির্দোষ দাবি করতে শোনা যায়।

প্রিজনভ্যানে করে আসামিদের কারাগারে নেয়ার সময় তাদের স্বজনদের কান্নাকাটি, চিৎকার, চেঁচামেচিতে কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ তাদের সরিয়ে দেয়।

১৬ আসামি হলেন- সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলা, রুহুল আমিন, সোনাগাজী পৌরসভার কাউন্সিলর মাকসুদুল আলম, মাদরাসার শিক্ষক আবদুল কাদের, প্রভাষক আফসার উদ্দিন, মাদরাসার ছাত্র নুর উদ্দিন, শাহাদাত হোসেন শামীম, সাইফুর রহমান মোহাম্মদ যোবায়ের, জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন জাবেদ, কামরুন নাহার মনি, উম্মে সুলতানা পপি ওরফে তুহিন, আবদুর রহিম শরিফ, ইফতেখার উদ্দিন রানা, ইমরান হোসেন মামুন, মোহাম্মদ শামীম ও মহি উদ্দিন শাকিল।

এক নজরে দেখে নিন নুসরাত হত্যা মামলার রায় পড়ার পর ফেনী আদালতের এক্সক্লুসিভ কিছু ছবি-