• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

খালেদার জামিনের পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯  

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন আবেদনের পরবর্তী শুনানি ৫ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চে এ শুনানি হয়।

এই সময়ের মধ্যে তার শারীরিক অবস্থার সবশেষ প্রতিবেদন দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

শুনানিতে প্রধান বিচারপতি জানান, হাইকোর্টের গেটে মিছিল হয়েছে, গাড়ি ভাঙচুরের কারণে আদালতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ২০১৮ সালের ২৯ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালতের রায়ে খালেদা জিয়া কারাগারে রয়েছেন। গত ৩১ জুলাই এ মামলায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ। ওই আদেশের বিরুদ্ধে তার আইনজীবীরা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় ১৪শ’ এক পৃষ্ঠার আপিল আবেদন দাখিল করেন।