• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

বর্ষায় টাঙ্গুয়ার হাওরের রূপ যেমন

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯  

টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল। বছরের অন্য সময় সাধারণত এর পানি অনেক কম থাকে। তাই বর্ষায় হাওরের জলরাশি দেখতে হাজারো পর্যটক ছুটে যান টাঙ্গুয়ায়। এসএইচ সাগরের ক্যামেরায় তোলা কয়েকটি স্থিরচিত্র দেখে নিন-

 

বারিক্কা টিলার ওপর উঠলেই দেখা মেলে এসব ঝরনার। যেন সবুজের বুকে সাদা শাড়ি বিছিয়ে রেখেছে

বারিক্কা টিলার ওপর উঠলেই দেখা মেলে এসব ঝরনার। যেন সবুজের বুকে সাদা শাড়ি বিছিয়ে রেখেছে

 

বৃষ্টি ভেজা বিকেলে হাওরের মাঝে!

বৃষ্টি ভেজা বিকেলে হাওরের মাঝে!

 

লাকমাছড়ায় মাছ ধরতে ব্যস্ত সেখানকার মানুষরা

লাকমাছড়ায় মাছ ধরতে ব্যস্ত সেখানকার মানুষরা

 

তাহিরপুর বাজারে মাছের সমারোহ