• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

নিজেকে সোনার ডিম পাড়া হাঁস দাবি করলেন ট্রাম্প

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। গণমাধ্যম এবং পোলিং বুথের ফলাফল অন্তত সেটাই বলছে। তবে এ খবর মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প ও তার নির্বাচন শিবির। তিনি এখনো জোর গলায় বলছেন, নির্বাচনে ‘ঠিকভাবে’ ভোট গণনা হলে তিনিই জিতবেন। এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা-সমালোচনা।

এবার নিজেকে সোনার ডিম পাড়া হাঁস বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সংবাদমাধ্যম ফক্স নিউজের সমালোচনা করার সময় তিনি এ মন্তব্য করেছেন।

বৃহস্পতিবার ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘ফক্স নিউজের দিনের বেলার রেটিং পুরোপুরি ধসে পড়েছিল। ছুটির দিন ছিল আরো খারাপ। এটা ঘটতে দেখা অনেক দুঃখের ছিল। তবে যেটি তাদেরকে সফল করেছে, তাদেরকে সেখানে নিয়ে গেছে সেটি তারা ভুলে গেছে। তারা সোনার ডিম পাড়া হাঁসকে ভুলে গেছে। ২০১৬ ও ২০২০ সালের নির্বাচনে সবচেয়ে বেশি পার্থক্য ছিল ফক্স নিউজে।’

 

 

উল্লেখ্য, ফক্স নিউজের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ট্রাম্পের উপস্থিতি থাকতো। তবে ৭ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল অনুযায়ী, পরাজয় ঘটেছে ট্রাম্পের। ফক্স নিউজই প্রথম অ্যারিজোনায় বাইডেনের বিজয়ের খবর প্রকাশ করেছিল। এছাড়া ট্রাম্পের বিজয়ের দাবি যে মিথ্যা সেটিও প্রকাশ করেছিল এই সংবাদমাধ্যমটি।