• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে তারেকের ফাঁদ, পা দেবেন না মান্না!

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ মে ২০১৯  

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৪ জুন। উক্ত আসনের উপ-নির্বাচনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহবুবুর রহমান মান্নাকে প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে বিএনপি। গণমাধ্যমের বরাতে জানা গেছে, মান্না দল ত্যাগ করে বিএনপির হয়ে নির্বাচনে অংশ নেবেন না। ঐক্যফ্রন্ট প্রস্তাব দিলে বিবেচনা করবেন বলেও জানিয়েছেন মান্না।

তবে বিভিন্ন তথ্য-উপাত্ত বলছে, তারেক রহমানের পক্ষ থেকে মূলত উপ-নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুকদের কাছ থেকে ২ কোটি টাকা করে চাঁদা নির্ধারণ করে দেয়া হয়েছে। যার কারণে বিএনপির কোনো নেতাই বগুড়া-৬ আসনে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেননি। যার ফলে মান্নাকে এই আসনে মনোনয়ন দিতে আগ্রহ প্রকাশ করেছেন তারেক রহমান। মান্না রাজি হলে নির্ধারিত ফি পরিশোধ করে বিএনপির ব্যানারে নির্বাচন করতে পারবেন। এছাড়া মান্না বগুড়ার স্থানীয় বাসিন্দা হওয়ায় উপ-নির্বাচনে বাড়তি সুবিধা পাবেন- এটি বিবেচনায় রেখে তারেক বিকল্প প্রার্থীর বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। তবে শেষ খবর অনুযায়ী, বিএনপির প্রস্তাবে রাজি হননি মান্না। সংসদের একটি আসনের বিপরীতে মান্না ২ কোটি টাকা অনুদান হিসেবে দিতে রাজি না হওয়ায় উপ-নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছে না বিএনপি।

উপ-নির্বাচনে মান্নার অংশগ্রহণের অনীহার বিষয়ে ঐক্যফ্রন্টের অন্যতম শরিক দল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-রব) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন নিয়ে এক ধরণের লুকোচুরি খেলা হচ্ছে বিএনপিতে। শুনেছি চাঁদার ভয়ে এই আসনে বিএনপির কোনো নেতা অংশগ্রহণ করতে চান না। তাই কৌশলে বগুড়ার ছেলে মান্নাকে এই আসনের প্রলোভন দেখানো হয়েছে। মান্নার সাথে আলাপ করে যতদূর জানতে পেরেছি, সে তারেক বা বিএনপির প্রলোভনে পড়ার মতো মানুষ নয়। বিএনপির পাতানো ফাঁদে পা দেবেন না মান্না।