• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ১৭ হাজার ছাড়ালো

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

চীনের উহান শহর থেকে বিশ্বের ১৯৬ দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে ১৭ হাজার ২৫০ জনের মৃত্যু হয়েছে। ভাইরাসটির আক্রমণে ওই সব দেশের তিন লাখ ৯৬ হাজার ২২৪ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ তিন হাজার ৭৪৮ জন।

মঙ্গলবার রাত ৯টায় ওয়ার্ল্ডোমিটারে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটার’র তথ্যানুযায়ী, উহান থেকে ছড়িয়ে পড়া মরণঘাতী ভাইরাসটি চীন ছাড়াও ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার ১৯৬ দেশে ছড়িয়ে পড়েছে। স্পেন, ইরান, ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের নাগরিকদের এ সংক্রমণের সংখ্যা সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় চীনে ৭৮ জন নতুনভাবে সংক্রমণের পাশাপাশি সাতজনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ইরানে নতুন করে ১২২ জন মারা গেছেন। এ নিয়ে দেশটিতে ১ হাজার ৯৩৪ জনের মৃত্যু হলো। আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৮১১জন।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর খবর জানায়নি ওয়েসাইটটি। দেশটি মোট মৃতের সংখ্যা ৮৬০ জন। এছাড়া নতুন করে তিনস  হাজার ৮৩৮ জন আক্রান্ত হয়ে এ সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৮৫৬ জন।

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৩৫ জন মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন। মৃত্যুর সংখ্যা ৫৭৯ জন। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ৭২০ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৩৭ জন।

বাংলাদেশে মঙ্গলবার করোনাভাইরাসে আক্রান্ত একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারজনে। নতুন করে আরো ৬ জন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

এছাড়া ভারতে এখন পর্যন্ত ১০ জন মারা গেছেন। গত একদিনে সংক্রমণ ধরা পড়েছে আরো ২০ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১৯ জনে।