• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

পরিসংখ্যানে বাংলাদেশ-ভারত

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২ জুলাই ২০১৯  

চলতি বিশ্বকাপে কঠিন এক চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ দল। ৭ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ছয় নম্বরে রয়েছে টাইগাররা। আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ। বার্মিংহামের এজবাস্টনে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০মিনিটে শুরু হবে ম্যাচটি।

সেমিফাইনালে খেলতে হলে আজ শতভাগ দিয়েই খেলতে হবে টাইগারদের। টপ অর্ডারে তামিম ইকবাল এখনো বড় কিছু করে দেখানে পারেননি। তাই বাংলাদেশ দল তাকিয়ে থাকবে তামিমের ব্যাটের দিকে। পাশাপাশি সৌম্য সরকার ও মুশফিকুর রহিমও থাকবেন স্পটলাইটে। এছাড়া, মূল ভরসা হয়ে থাকবেন সাকিব আল হাসান। ওয়ার্নারকে ছাড়িয়ে এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার শীর্ষ স্থান ফিরে সাকিবের প্রয়োজন ৪১ রান।

অন্যদিকে সবশেষ ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে টুর্নামেন্টে প্রথম পরাজয়ের স্বাদ পেয়েছে ভারত। সেমিফাইনাল নিশ্চিত করতে হলে একটি জয় প্রয়োজন টিম ইন্ডিয়ার। তাই এই ম্যাচ জিতে সেই কাজটি সেরে নিতে চায় কোহলির দল।

 

তবে পরিসংখ্যান কথা বলছে ভারতের পক্ষে। দুই দলের মোট ৩৫ বারের দেখায় ভারত জয় পেয়েছে ২৯টিতে। অন্যদিকে বাংলাদেশের জয় ৫টিতে। একটি ম্যাচ হয় পরিত্যক্ত। তবে সব পরিসংখ্যান ভুলে মাঠের পারফর্ম্যান্সের দিকে চোখ থাকবে সবার।