• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

শ্রীলংকা সফরে নেতৃত্ব দেবেন মাশরাফী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ জুলাই ২০১৯  

শ্রীলংকা বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন মাশরাফী বিন মোত্তর্জা। তবে সিরিজে সাকিব আল হাসানের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। অন্যদিকে বিয়ের জন্য ৫ আগস্ট পর্যন্ত ছুটি নেয়ায় সিরিজে থাকছেন না উইকেট রক্ষক ব্যাটসম্যান লিটন দাস।

শুক্রবার বিসিবির নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার এ তথ্য জানান।

তিনি বলেন, দ্রুতই শ্রীলংকার বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড চূড়ান্ত করা হবে। সাকিব এখনো অনিশ্চিত। সে বিশ্রাম চেয়েছে। বিয়ের কারণে সিরিজে থাকছে না লিটন দাস।

বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাশরাফী। সমস্যা থেকে এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি এ ডানহাতি পেসার। শ্রীলংকার বিপক্ষে সিরিজের আগে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী বিসিবি।

হাবিবুল বাশার বলেন, শ্রীলংকা সিরিজের আগে মাশরাফীর ফিটনেস পরীক্ষা করা হবে। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমসহ কয়েকজন ক্রিকেটার বিভিন্ন ইনজুরিতে ভুগছেন। শ্রীলংকা সিরিজের আগে তাদেরও ফিটনেস পরীক্ষা করা হবে।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২৬ জুলাই। ২৮ এবং ৩১ জুলাই বাকি দুই ম্যাচ।

সিরিজের সবগুলো ম্যাচই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট দল আগামী ২০ জুলাই শ্রীলংকার উদ্দেশে ঢাকা ছাড়বে।