• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

সিংগাইরে বিধ্বস্ত ব্রীজ, ঝুঁকিপূর্ণ চলাচল

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৮ এপ্রিল ২০১৯  

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল-কালিন্দী সড়কের দক্ষিণ শিবপুর ব্রিজটি দীর্ঘদিন ধরে বিধ্বস্ত হয়ে পড়েছে। ফলে ওই সড়কটিতে যাতায়াতকারী ২০ হাজারের অধিক লোক প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছে। ঝুঁকি নিয়েই ভাঙ্গা ব্রীজ ব্যবহার করছেন এলাকাবাসী। প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।

গতকাল রবিবার (৭ এপ্রিল) সরেজমিনে পরিদর্শণকালে স্থানীয় ট্রাকড্রাইভার হাবিবুর রহমান জানান, ব্রীজের মাঝখানের একাধিক স্থানে ঢালাই ভেঙ্গে পড়েছে অনেক আগেই। কোন রকম জোড়াতালি দিয়ে চলছে যানবাহন ও পথচারী। প্রায় ২ মাস আগে পূর্বপাশের রেলিং ভেঙ্গে যাওয়ায় চলাচলকারী যানবাহনসহ মানুষজন প্রতিনিয়ত দূর্ঘটনায় পতিত হচ্ছে।

শ্রীপুর গ্রামের আবু তৈয়ব বলেন, গুরুত্বপূর্ণ এ সড়কটি দিয়ে শ্রীপুর,বান্দাইল, কালিন্দী,দক্ষিন চারিগ্রাম ও ঢাকা জেলার নবানগঞ্জ উপজেলার কুমল্লী, মহিষদিয়া, আটকাহনিয়া, বালুখন্ড গ্রামের ২০/২৫ হাজার লোক চলাচল করলেও ব্রিজ সংস্কার কিংবা মেরামতের কোন উদ্যোগ নেয়া হচ্ছে না। ৫ম শ্রেনীর ছাত্র নাফিস ইকবাল মোরাদ জানায়, কয়েকদিন আগে আমি অটোবাইকে যাওয়ার সময় ব্রীজের ভাঙ্গায় পড়ে ওই বাইকটি উল্টে যায়। এলাকাবাসী নতুন ব্রিজ নির্মাণের জোর দাবি জানান।

এ ব্যপারে সিংগাইর উপজেলা প্রকৌশলী আব্দুর রাজ্জাক বলেন, স্থানীয় চেয়ারম্যান সাহেব জানিয়েছেন, ভাঙ্গা ব্রিজের স্থলে প্রকল্প বাস্তবায়ন অফিসের মাধ্যমে একটি কালভার্ট দেয়ার পরিকল্পনা আছে ।