• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

মারা গেছেন বলিউডের প্রবীণ পরিচালক সুনীল শর্মা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৪ মে ২০২৪  

ভারতের প্রবীণ পরিচালক সুনীল শর্মা মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। ‘হাতিয়ারা’ এবং ‘হিরাসাত’-এর মতো কালজয়ী সিনেমা তৈরি করেছিলেন এই পরিচালক। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিনি একটি অটোইমিউন রোগের কারণে মারা গিয়েছেন এই নির্মাতা।

মুম্বাইয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।  সুনীল শর্মা পরিচালিত ‘হাতিয়ারা’তে বিনোদ খান্না, মৌসুমী চট্টোপাধ্যায়, রাকেশ রোশন এবং নিরূপা রায়ের মতো তারকাদের দেখা গিয়েছিল। এটি একটি ক্রাইম থ্রিলার ছিল। একই সঙ্গে মিঠুন চক্রবর্তী, শত্রুঘ্ন সিনহা, হেমা মালিনী, অনিতা রাজের মতো অভিনেতাদের দেখা গেছে ‘হিরাসাত’ চলচ্চিত্রে।

এটিও একটি অ্যাকশনধর্মী সিনেমা ছিল। ঋষি কাপুরের সঙ্গে একটি চলচ্চিত্রে অভিনয়ও করেন ‍সুনীল শর্মা। এছাড়াও প্রযোজক হিসেবেও ছিলেন সফল। ‘হিম্মত’, ‘বীর’, ‘আপনে’র মতো সিনেমা প্রযোজনা করেছেন তিনি।

একদিকে চলচ্চিত্র পরিচালনা, অন্যদিকে অভিনয় থেকে প্রযোজনা- সর্বত্র নিজের প্রতিভার বিকাশ ঘটিয়েছেন তিনি। যা কিনা মানুষের হৃদয় ছুঁয়ে গিয়েছে বলা চলে। এদিকে, সুনীল শর্মার মৃত্যুর খবরে শোকাহত বলিউড। এমন প্রতিভাবান একজন শিল্পীর প্রয়াণে শোকা জানিয়েছেন অনেক তারকা। সামাজিক মাধ্যমেও তাকে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন ভক্তরা। শুধু তাই নয়, প্রিয় মানুষটিকে শেষ দেখতে অনেকেই তাঁর বাসভবনে যাচ্ছেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েকে রেখে গেছেন এই পরিচালক।