• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

ডিইপিজেডে শ্রমিক অসন্তোষ, কারখানা ছুটি ঘোষণা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯  

সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি   কারখানায় বেতন-ভাতা বৃদ্ধিসহ প্রায় ২১টি দাবিতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কারখানাটিতে প্রায় দুই হাজার শ্রমিক দাবি আদায়ে বিক্ষোভসহ কর্মবিরতি পালন করে।

গতকাল সোমবার সকালে ডিইপিজেডের নতুন জোনে অবস্থিত রিংসাইন গ্রুপের শাইন ফ্যাশন লিঃ নামক তৈরি পোশাক কারখানায় এ শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক জানান, তারা ন্যায্য দাবি আদায়ে কর্মবিরতি পালন করছেন। বর্তমান বাজারের দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের বেতন-ভাতা বৃদ্ধির কোন বিকল্প নেই। কিন্তু কারখানা কর্তৃপক্ষ আমাদের দাবির বিষয়ে কোন কথা না বলে উল্টো ঝুট ব্যবসায়ীদের ভাড়াটিয়া লোকজন দিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাদের দাবি থেকে সরে আসতে হুমকি প্রদান করছে।

শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- শতকরা ১০ শতাংশ বাৎসরিক বেতন বৃদ্ধি, শুক্রবার কাজ করালে ডাবল হাজিরা প্রদান, দুপুরের খাবারের টাকা ও গাড়ি ভাড়া বৃদ্ধি, বাঙালি ম্যানেজারের নির্যাতন বন্ধে তাকে প্রত্যাহার, চায়না ম্যাডামকে প্রত্যাহার করতে হবে।

এছাড়াও কাজের টার্গেট কমানো, সকল প্রকার শ্রমিক ছাঁটাই বন্ধ, হাজিরা বোনাস ন্যূনতম ১ হাজার টাকা, দুই ঈদে ১০ দিনের ছুটি ও মাতৃত্বকালীন ছুটি ৬ মাসসহ ২১টি দাবি তুলে ধরেন।

শ্রমিকদের দাবির বিষয়ে জানতে চাইলে রিংসাইন গ্রুপের এইচআর ব্যবস্থাপক সামিউল ইসলাম বলেন, শ্রমিকরা অযৌক্তিক কিছু দাবি নিয়ে শান্ত পরিবেশকে অশান্ত করে তুলছে। আমরা তাদের বুঝিয়ে কাজে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর পরিদর্শক মাহমুদুর রহমান জানান, সোমবার সকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) নতুন জোনের চায়না মালিকানাধীন রিংসাইন গ্রুপের শাইন ফ্যাশন লিঃ কারখানার শ্রমিকরা বাৎসরিক বেতন বৃদ্ধিসহ ২১টি দফা দাবি তুলে কাজ বন্ধ রাখে। এরপর কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সাথে আলোচনায় বসে সমস্যা সমাধানের চেষ্টা করে বাসরিক বেতন বৃদ্ধির বিষয়টি শতকরা শতাংশ বৃদ্ধির ঘোষণা দেন। কিন্তু এতেও শ্রমিকরা কাজে না ফেরায় কর্তৃপক্ষ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেন।