• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

চাকরির প্রলোভন দেখিয়ে গৃহকর্মীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৫

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১০ এপ্রিল ২০১৯  

সাভারে চাকরির প্রলোভন দেখিয়ে এক গৃহকর্মীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় গত সোমবার রাতে ওই গৃহকর্মী সাভার মডেল থানায় মামলা দায়েরের পর গতকাল মঙ্গলবার ভোরে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে ও ওই নারীকে শারীরিক পরীক্ষার  জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট উপজেলার টাঙ্গাপাড়া গ্রামের আজাহার সরদারের ছেলে মোঃ মিরাজ সরদার (৩২), কুরিগ্রামের রাজারহাট উপজেলার পীরমাহমুদ গ্রামের নাবুল হোসেনের ছেলে মোঃ মোক্তার হোসেন (২৯), গাইবান্দার সুন্দরগঞ্জ থানার শান্তিরাম গ্রামের মৃত নুরুল হকের ছেলে মাহবুব (৪২), বরিশালের আগৈলঝরা উপজেলার পতিহার গ্রামের আক্কাস আলী গোমস্তার ছেলে মোঃ মতি গোমস্তা (৫৫), কুড়িগ্রামের উলিপুর উপজেলার খামারটগরপুর পাইকপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. রাকিবুল ইসলাম (২৪)।

মামলার বিবরণে জানা যায়, গত ১০ মার্চ সকাল সাড়ে ৭ টার দিকে ওই নারীকে সাভারের দক্ষিণ দরিয়ারপুর এলাকার জে.কে ফেব্রিক্স নামক তৈরি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি দেওয়া কথা বলে ডেকে নেন মিরাজ সরদার।

এরপর সকাল সোয়া ১০ টার দিকে তাকে পার্শবর্তী রাজাবাড়ি মহল্লার খায়ের হাজির বাড়ির ৫ তলায় নিজের ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে যান। এরপর সেখানে মোক্তার হোসেন, মাহবুব, মতি গোমস্তা, রাকিবুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজন ওই কক্ষে আসেন। প্রায় পনের মিনিট পর মতি গোমস্তা ও রাকিবুল ইসলামসহ অজ্ঞাত ব্যক্তিরা ওই কক্ষের বাহিরে অবস্থান নেয়।

এ সময় মো. মিরাজ সরদার, মো. মোক্তার হোসেন, ও মাহববু ওই কক্ষের ভিতর থেকে দরজা আটকে দেন। পরে তারা ওই নারীকে ভয়ভীতি দেখিয়ে দলবেঁধে ধর্ষণ করেন। এতে ওই নারী অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাটি কাউকে জানালে ওই নারীকে প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেন। বিষয়টি পরিবারের লোকজনের সঙ্গে আলোচনা করে ও শারীরিকভাবে সুস্থ হয়ে সোমবার রাতে সাভার মডেল থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. এমারত হোসেন জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারদের তিনদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।