• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন, আটক ২

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯  

সাভারে রাজফুলবাড়ীয়ার মাছ বাজারে তেতুঁলঝোড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হুমায়ন কবির সরকারকে মোবাইলে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা বংশী নদী থেকে লাশ উদ্ধারে অভিযান শুরু করে।

হুমায়ন কবির সরকার সাভারের তেতুঁলঝোড়া এলাকার রাজফুলবাড়ীয়া  গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ ঘটনায় শুক্রবার রাতে নৌকার মাঝি ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।

নিহত হুমায়ন কবিরের স্ত্রী শিল্পী বেগম বলেন, বিকালে ৫টার দিকে আমিনুল, পারভেজ, আলম, আলমগীর, শুকুর ও হান্নান আমার স্বামীকে মোবাইলে কল দিলে তিনি বাড়ি থেকে বের হয়ে যায়। পরে বাড়ির পাশের বংশী নদীতে তাকে নিয়ে গিয়ে ১২ জন মিলে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ বংশী নদীতে ফেলে যায়। এরপর সাভার ফায়ার সার্ভিস ও ডুবুরি দল গিয়ে তার মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করে।

নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, ফোন করে তাকে ডেকে নিল। কবির কল পেয়ে এতো তারাতারি কেন বাড়ি থেকে বের হলো তাও কেউ জানে না। তবে তার মোবাইলটি উদ্ধার করা হয়নি।

সাভার ফায়ার সার্ভিসের অফিসার লিটন মিয়া জানান, বিকালে ফুলবাড়ীয়া একটি মাছ বাজার সংলগ্ন বংশী নদীতে ট্রলারে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ট্রলারের চালক ও হেলপারকে আটক করে হুমায়ন কবিরের লাশ খোঁজা হয়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জেলেদের সহযোগিতা নিয়ে উদ্ধার কাজ শুরু হয়। পরে গাজীপুরের টঙ্গী থেকে ৩ সদস্যের একটি ডুবুরি দল এসে উদ্ধার কাজে যোগ দেয়।

এই ঘটনার ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান বলেন, বিষয়টি তদন্তের পর অপরাধীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনার সাভার মডেল থানার একটি মামলা দায়ের করা হয়েছে।