• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

সিগারেটের আগুনে পুড়লো দুই ঘর

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৯  

গাজীপুরের টঙ্গীতে গতকাল শুক্রবার সকালে সিগারেটের আগুনে একটি বাড়ির দুইটি ঘর ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

টঙ্গী ফায়ার স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, পশ্চিম আরিচপুর এলাকায় পরিত্যক্ত দোতলা ভবনে এ আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিটের কর্মীরা  গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ওই ভবনের দুইটি কক্ষ, ভেতরে থাকা আববাবপত্র ও মালামাল পুড়ে যায়।

রিফাত আরো জানান, গাঁজা বা মাদক সেবনকারীদের ফেলে যাওয়া জলন্ত সিগারেট থেকে ওই আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন। এছাড়া ঘটনাস্থলে ফেনসিডিলের কয়েকটি বোতল পাওয়া গেছে।

টঙ্গী বাজার এলাকার ব্যবসায়ী আবুল খায়ের জানান, দুই বছর আগে ইয়ার বক্সের মৃত্যুর পর বাড়ির লোকজন অন্য জায়গায় চলে যান। বাড়ি পাহাড়া দেয়ার জন্য কোনো কেয়ারটেকার নেই। এ সুযোগে ওই বাড়ির দোতলার দরজার তালা ভেঙ্গে মাদক বিক্রেতরা নিয়মিত আড্ডা দেয়।