• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

জাবিতে আলোকচিত্র প্রদর্শনী

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯  

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (জেইউপিএস) আয়োজনে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে শুরু হয়েছে দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ‘কালার’স অব লাইফ সেশন-৪’। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সভাপতি শারমিন জামান।

প্রদর্শনী ঘুরে দেখেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, কলা অনুষদের ডিন অধ্যাপক মোজাম্মেল হক, প্রক্টর ফিরোজ-উল-হাসান, ইতিহাস বিভাগের অধ্যাপক আতিকুর রহমান, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক হারুনুর রশিদ, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মামুনুর রশিদ প্রমুখ। প্রদর্শনীতে ডিএসএলআর এবং মোবাইল দুই ক্যাটাগরিতে মোট ১০৫টি ছবি প্রদর্শিত হচ্ছে।

প্রদর্শনী চলবে আজ রবিবার রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনীর বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন  আলোকচিত্র শিল্পী কুদরত-এ-খুদা, সাহাদাত পারভেজ ও লতিফ হোসেন। আজ বিকেল ৩টায় আলোকচিত্র কর্মশালা ও ৫টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।