• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ বরণ উৎ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০১৯  

‘এক বৈশাখ অনেক আকাশ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে গতকাল শনিবার নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ বরণ উৎসব পালন শুরু করেছে।

বেলা এগারোটায় প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, এম.পি এ উৎসবের উদ্বোধন করেন। জহির রায়হান মিলনায়তনের দু-তলায় নাটক  নাট্যতত্ত্ব বিভাগের থিয়েটার ল্যাবে চৈত্র সংক্রান্তির উদ্বোধনী অনুষ্ঠানের সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, চৈত্র সংক্রান্তি এবং পহেলা বৈশাখ বাঙালির দীর্ঘকালের নিজস্ব সংস্কৃতি। এ সংস্কৃতি পালনের মধ্যদিয়ে বাঙালি পুরনো জরাজীর্ণতা ধুয়ে মুছে নতুনত্বে নিজেকে শামিল করতে চায়। প্রকৃতিও এসময় নতুন সাজে নিজেকে জানান দেয়।  

প্রতিমন্ত্রী তার বক্তব্যে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের মানসম্পন্ন থিয়েটার ল্যাব নির্মাণে প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দেন। নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফসার আহমদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। স্বাগত বক্তব্য দেন বিভাগীয় সভাপতি ড.  সোমা মুমতাজ। অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক ড. আমিনুল ইসলাম।

উৎসবের আহবায়ক সহযোগী অধ্যাপক খোরশেদ আলম জানান, চৈত্র সংক্রান্তির দিনে সকাল ‘দ্রোহী নজরুল’ বিষয়ক নৃত্য, সন্ধ্যায় ফানুস উড়ানো, কলারভেলা ভাসানো এবং ঘাটুর গান পরিবেশন করা হবে। পহেলা বৈশাখের দিনে মঙ্গল শোভাযাত্রা, উৎসবের প্রতিপাদ্য বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে সঙ্গীত পরিবেশন, গ্রামীণ খেলাধুলা এবং বিচারগান পরিবেশন করা হবে।