• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

গাজীপুরে শ্রমজীবীদের ডাব খাওয়াল ছাত্রলীগ

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ৩ মে ২০১৯  

 প্রচণ্ড রোদ। আকাশে মাঝে মধ্যে মেঘের ভেলা ভেসে বেড়ালেও বৃষ্টির দেখা নেই। দাবদাহে নাভিশ্বাস জনজীবনে। বিভিন্ন সংগঠনের ব্যানারে শ্রমিক দিবসের র‌্যালী হচ্ছে। শ্রমিক নেতারা বক্তব্য দিচ্ছেন সমাবেশে। কিন্তু শ্রমজীবী মানুষগুলো জানেন না- তাদের জন্যই আজকের এ দিবস।

রিকশা, অটো রিকশা, ভ্যান, বাস ও ট্রাকের চালকরা অন্যান্য দিনের মতোই দিনটি শুরু করেন। এমন সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা ফ্লাইওভারের নিচে আসেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন। সঙ্গে দলীয় নেতাকর্মীরাও।

আশেপাশে থাকা সকল শ্রমজীবীকে একত্রিত করেন ছাত্রীলীগের নেতারা। তুলে ধরেন মে দিবসের তাৎপর্য। একই সঙ্গে প্রত্যেক শ্রমজীবী মানুষের হাতে তুলে দেন একটি করে ডাব। ফ্লাইওভারের নিচে এভাবে প্রায় ২শ' জনকে ডাব খাওয়ায় ছাত্রলীগ নেতা জাহিদুল আলম রবিন ও অন্যান্যরা।

রবিন বলেন, শ্রমজীবী মানুষদেরকে ডাব খাওয়াতে পেরে অন্যরকম তৃপ্তি পেয়েছি। শ্রমজীবী সবাই নিরন্তর পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে এই গরমে ডাব খাওয়াতে পেরে আমি অনেক খুশি।

রিকশাচালক আফাজুদ্দিন বলেন, 'গরমের দিনে ডাব খেয়ে তৃপ্তি পাইছি। ছাত্রীলীগের নেতারা সবাইরে ডাব খাওয়াইছে।'