• সোমবার ১৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ৩০ ১৪৩১

  • || ০৪ জ্বিলকদ ১৪৪৫

ধামরাইয়ে কৃষকদের উন্নয়নে মতবিনিময় সভা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ১৯ মে ২০১৯  

চলতি বোরো মৌসুমে কৃষকরা ধানের ফলনে সন্তুষ্ট হলে ও বাজার দরে প্রচন্ড হতাশ বিষয়ে কৃষকদের সার্বিক উন্নয়নে  স্থানীয় কৃষক ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সমাজ ও জাতি গঠন(সজাগ) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে কালামপুর সজাগ সেন্টারে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ মতবিনিময় সভায় কৃষকরা বলেন, এ বছর বোরো ধান উৎপাদনে জমি তৈরী থেকে শুরু করে  সার, বীজ, কীটনাশক, পানি, পরিচর্ষা ও ধান কাটা পর্যন্ত প্রতি বিঘায় যে পরিমান টাকা খরচ হয়েছে তাতে ধান বিক্রি করতে গেলে প্রতি বিঘায় লোকসান হচ্ছে কমপক্ষে ৫ হাজার টাকা। বর্তমান ধানের বাজার দর প্রতি মন ৬শ থেকে ৭শত টাকা। এখানে প্রতি শ্রমিকের প্রতিদিনের মজুরী ৮শত থেকে ৯শত টাকা।

বিশেষ করে সারা বছর কৃষি শ্রমিকদের মজুরী সহনীয় পর্যায়ে থাকলেও শুধু মাত্র বোরো ধান কাটার মৌসুমেই শ্রমিকদের মজুরী অসহনীয় মাত্রায় বৃদ্ধি পায়। কৃষকদের  মাঠের ধান ঘরে তুলার জন্য বেশি  মজুরী দিয়েই  শ্রমিক নিতে হচ্ছে। এসব শ্রমিকদের মজুরী নগদ টাকা প্রদান করতে হয়। শ্রমিদের মজুরী পরিশোধ করতে কৃষক তার ধান মজুত না করে বাধ্য হয়েই কম দরে ধান বিক্রি করতে হচ্ছে।

এক্ষেত্রে সরকার ধান ক্রয়ের যে মূল্য নির্ধারণ করেছেন তাতে অনেক কৃষক তা থেকে বঞ্চিত হচ্ছে। শুধু মাত্র শ্রমিক মূল্য পরিশোধের কারনে। 

এ সময় বক্তারা  বলেন, শুধুমাত্র ধান কাটার সময়েই কৃষকদের যদি একটু আর্থিক সহযোগীতা দেয়া হতো তা  হলে সরকারি নির্ধারিত মূল্য হতে বঞ্চিত হতো না। এসময় কৃষকরা এ বোরো ধানের জন্য শষ্য বীমা চালু করার ও দাবি ও ন্যাযমূলযাতে পায় বলে জানান।

এ মতবনিময় সভায় প্রারম্ভিক বক্তব্য রাখেন সজাগের পরিচালক আব্দুল মতিন। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সমন্নয়কারী মর্তুজ আলী, কর্মকর্তাগণস্থানীয় কৃষক ও সাংবাদিক বৃন্দ।