• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

নোংরা পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি,সাভারে কারখানাকে ১২ লাখ টাকা জরিম

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২১ মে ২০১৯  

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে সাভারে একটি খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত সোমবার  (২০ মে) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার প্রিন্স ফুড প্রোডাক্টসে এ অভিযান পরিচালিত হয় অভিযানে প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করেন র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন

র‌্যাব-৪ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে প্রিন্স ফুড প্রোডাক্টস কর্তৃপক্ষ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই, কেকসহ বিভিন্ন প্রকার খাদ্যদ্রব্য তৈরি করে বিক্রি করে আসছিল সোমবার দুপুরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই কারখানায় অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল

এ সময় নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে ১২ কারখানাটিকে লাখ টাকা জরিমানা করেন র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন সেই সঙ্গে কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি না করতে

র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, পুরো রমজান মাস জুড়ে ভেজাল খাদ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে অভিযানে র‌্যাব-৪ এর এ এসপি আলী মোহাম্মদ আব্দুল্লাহসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন