• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

অতিরিক্ত দামে কাপড় বিক্রি, জরিমানা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২২ মে ২০১৯  

নির্ধারিত দামের থেকে অতিরিক্ত মূল্যে কাপড় বিক্রির দায়ে মানিকগঞ্জ জেলা শহরে দুটি কাপড়ের দোকানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দোকান দুটি হল-চাঁদের হাট এবং নকশী।

জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম জানান, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে চাঁদের হাটকে ৫০ হাজার এবং নকশী’কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, নির্ধারিত দামের থেকেও অতিরিক্ত মূল্যে ক্রেতা সাধারণের কাছে কাপড় বিক্রি করছে এমন অভিযোগের প্রেক্ষিতে  এই দোকানগুলোতে অভিযান চালানো হয়। পরে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারা অনুযায়ী ওই দুটি দোকানীকে জরিমানা এবং সতর্ক করা হয়।