• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

সাভারে জমে উঠেছে ঈদ কেনাকাটা

মানিকগঞ্জ বার্তা

প্রকাশিত: ২৪ মে ২০১৯  

ঈদের কেনাকাটায় জমে উঠেছে সাভারের বিপনী বিতানগুলো রমজানের শুরুর দিকে কেনাকাটা কম হলেও গত দুই দিনে বেড়েছে ক্রেতা সমাগম কাপড়, প্রসাধনী জুতার দোকানগুলোতে সন্ধ্যার পর থেকেই ভিড় করছেন ক্রেতারা তাদের আকৃষ্ট করতে নতুন ডিজাইনের পণ্যে নিয়ে পসরা সাজিয়েছেন বিক্রেতারাও তবে গতবারের তুলনায় এবার পোশাকের দাম কিছুটা বেশি বলে ক্রেতাদের পক্ষ থেকে অভিযোগ করা হলেও বিক্রেতাদের দাবি তুলনামূলক কম দামেই পোশাক বিক্রি করছেন তারা

সাভারের বেশ কয়েকটি বিপনীবিতান ঘুরে এমন চিত্র দেখা গেছে ইফতারের পর থেকেই গভীর রাত পর্যন্ত সাভার আশুলিয়ার ছোট বড় বিপণী বিতানগুলোতে সব শ্রেণির ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো পরিবার-পরিজন এবং বন্ধু-বান্ধব নিয়ে অনেকেই পছন্দের পণ্য কিনতে আসেন সাভারের নিউ মার্কেট, সিটি সেন্টার, রাজ্জাক প্লাজাসহ বড় মার্কেটগুলোর পাশাপাশি হকার্স মার্কেটগুলোতেও ক্রেতাদের ভিড় ছিল অনেক এছাড়া আশুলিয়ার সেনা শপিং কমপ্লেক্স, হাসেম প্লাজা, মন্ডল মার্কেটসহ ছোট বিপণী বিতানগুলোতেও ক্রেতা সমাগম ছিল প্রচুর

গরমের কথা মাথায় রেখে সুতি এবং হালকা রঙের পোশাককেই প্রাধান্য দিচ্ছেন ক্রেতারা প্রসাধনীর পাশাপাশি অনেকেই আবার ঘর গোছানোর নানা সামগ্রীও কিনছেন ছোটদের কেনাকাটাতেও পিছিয়ে নেই অভিভাবকরা

সাভারের নিউ মার্কেটে ঈদের কেনাকাটায় ব্যস্ত তরুণী তানিয়া আহমেদ বলেন, তিন হাজার টাকা দিয়ে একটি থ্রিপিস কিনেছেন আর এর সঙ্গে মিলিয়ে স্লিপার গহনা পছন্দ করছেন তবে গতবারের চেয়ে এবার ঈদে বিক্রেতারা একটু বেশি দাম হাঁকছেন বলেও জানান এই তরুণী

সেনা শপিং কমপ্লেক্সের প্রসাধনী গহনা বিক্রির দোকানিরা জানান, পোশাকের সঙ্গে মিলিয়ে ইমিটেশন জাতীয় গহনা, টিপ, নেইল পলিশ, মেকাপ, চুড়িসহ প্রসাধনী কিনতে নারী ক্রেতারা দোকানে ভিড় জমাচ্ছেন ইতোমধ্যেই অতিরিক্ত ক্রেতা সমাগমের কারণে হিমশিম খেতে হচ্ছে তাদের

এছাড়া সাভার আশুলিয়ার বিভিন্ন ছোট বিপণী বিতানগুলোতে ছুটির দিনগুলো ছাড়াও ক্রেতা সমাগমে দম ফেলার ফুরসত পাচ্ছেন না দোকানিরা স্বল্প আয়ের ক্রেতারা কম দামে চাহিদামত ঈদ সামগ্রী কিনতে প্রতিদিন ছুটে আসছেন এসব দোকানে ক্রেতাদের চাহিদা মাথায় রেখে বিক্রেতারাও তাদের দোকানে ঈদ কালেকশন রেখেছেন বলে জানিয়েছেন